ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি

ডিভিডেন্ড
  © ফাইল ছবি

গত সপ্তাহে (১৬-২৩ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো—

মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৪ পয়সা।

মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বস্ত্র খাতের মুন্নু ফেব্রিক্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ পয়সা, আগের বছর যা ছিল ৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা, আগের বছর যা ছিল ১৭ পয়সা।

ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১৯ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৮১ পয়সা।

কোহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কহিনুর কেমিক্যাল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৬৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এভিন্স টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, আগের বছর যা ছিল ৭৫ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৩ টাকা ২৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৪ পয়সা।

আর্গন ডেনিমের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের আর্গন ডেনিমস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের বছর যা ছিল ৭৫ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৬৯ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা।

স্কয়ার ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মা ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৩ টাকা ৬১ পয়সা।

এই সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৯ টাকা ৫২ পয়সা, আগের বছর যা ছিল ২০ টাকা ৯০ পয়সা।

শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। গত মঙ্গলবার (২১ অক্টোবর) কোম্পানিটির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা।

৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭ পয়সা।

লাফার্জের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও কোম্পানিটি একই হারে ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

মুন্নু এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার-এ তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

ইনডেক্স এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক। আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে বস্ত্রখাতের কোম্পানি তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আগের বছর ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।


মন্তব্য