কী ঘটেছে ছোট্ট রাইসার সঙ্গে?

রাইসা
  © সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছে শিশু রাইসা মনি।

রাইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণির ছাত্রী।

রাইসার সন্ধানে তার চাচা সাগর হোসেন একটানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন। তিনি একাধিকবার স্কুল ও তার আশপাশের হাসপাতালগুলোতেও গেছেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাইসার চাচা তার পোড়া ব্যাগ ও ছিন্নভিন্ন বই খুঁজে পেয়েছেন, কিন্তু রাইসার কোনো খোঁজ এখনও মেলেনি। এখন সবার মনে একটাই প্রশ্ন, কী ঘটেছে রাইসার সঙ্গে?

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে রাইসার খোঁজ। অনেকেই রাইসার ছবি শেয়ার করে অনুসন্ধান চেয়ে পোস্ট করছেন।

গতকাল উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এখন  পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন। 

এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, এ পর্যন্ত মোট লাশ হস্তান্তর করা হয়েছে ২০টি। 

তিনি আরও জানান, মৃতদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন শিক্ষক ও একজন বিধ্বস্ত বিমানটির পাইলট।


মন্তব্য