ঝরে গেল আরও এক প্রাণ

মাইলস্টোন
  © ফাইল ছবি

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূঁইয়া মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম।

মাহতাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও হাসপাতালে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।


মন্তব্য