নতুন মুখ এলো শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM

ছাত্রদের তোপের মুখে প্রত্যাহার হওয়া শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন একজন অতিরিক্ত সচিব। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।
এর আগে, বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়। তার বিরুদ্ধে গত কয়েক মাসে অবৈধভাবে কয়েক শত কোটি টাতা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ এসেছে। এছাড়া প্রত্যাহার হওয়া ছিদ্দিক জুবায়ের বিগত আওয়ামী সরকারের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী নসরুল হামিদ বিপুর মানি কালেক্টর হিসেবেও পরিচিত।