র্যাংকিংয়ে ঢাবির বাজিমাত
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ PM
-10959.jpg)
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
গত বছরের তুলনায় ২০০ ধাপ অগ্রগতি অর্জন করে এবার ঢাবি স্থান পেয়েছে ৮০১–১০০০ অবস্থানসূচকে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থান পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ১০০১-১২০০-এর মধ্যে। সেই তুলনায় এ বছরের অবস্থান ২০০ ধাপ উন্নয়ন বোঝায় যা বিশ্ববিদ্যালয়টির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অগ্রগতির পেছনে মূল ভূমিকা রেখেছে—গবেষণার পরিবেশ, গবেষণার গুণমান, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা
সূচক অনুযায়ী ঢাবির উন্নতি:
গবেষণার পরিবেশ: ১০.৩ → ১৩.৩
গবেষণার মান: ৬৭.২ → ৭৬.৫
শিল্পখাতের সহযোগিতা: ২১.৪ → ৩৩.২
শিক্ষা সূচক: ১৭.৭
আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচক: ৪৫.০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন—"এই অগ্রগতি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা, গবেষণায় মনোনিবেশ এবং আন্তর্জাতিক মান রক্ষার ফল। আমরা এই ধারা অব্যাহত রেখে আরও সামনে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই অর্জনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও বাংলাদেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে এবং বিশ্ব মানচিত্রে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।