মঞ্চেই খুলে পড়ল স্কার্ট, অতঃপর...

জেনিফার
  © সংগৃহীত

বিভিন্ন কারণে অনেক সময় লজ্জার মুখে পড়ে জান সেলিব্রিটিরা। এমনই এক লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। মঞ্চে লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ে এ গায়িকার, তবু থামেনি নাচ। গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সি জেনিফার লোপেজ।

সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট পরে অনুষ্ঠান মঞ্চে উঠেছিলেন এ গায়িকা। এ সময় গান গাইতে গাইতে হাঁটছিলেন তিনি। হঠাৎ করে খুলে পড়ে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এ পপতারকা।

পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাসতে হাসতে এ সংগীতশিল্পী বলেন, আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না। এ সময় যে স্কার্টটি তাকে পরিয়ে দেন তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, তুমি এটা রাখতে পার। আমি এটা ফেরত চাই না।

জেনিফার বলেন, সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।

উল্লেখ্য, এর আগে ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পর দিনেই ঘটে এমন কাণ্ড, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দেয়। এ ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে।


মন্তব্য