সামিরাকে নিয়ে সালমান শাহের ভাইয়ের ক্ষোভ
- বিনোদন ডেস্ক:
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০২:১২ PM
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি, নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন সালমান শাহয়ের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে উপস্থিত হন।
লাইভ ভিডিওতে শাহরান বলেন, সাধারণত তিনি ফেসবুক লাইভে আসেন না, তবে বিশেষ কিছু কারণে আজ লাইভে এসেছেন। তিনি স্পষ্ট করেছেন, লাইভে কোনো ব্যক্তিগত কারণে কাউকে ছোট দেখানোর বা কথার লক্ষ্য নেই।
এ সময় তিনি সামিরা হক সম্পর্কে বলেন, সালমান শাহ তাকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন।
তিনি বলেন, আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি যেকারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, আমার ভাইকে বিয়ে করেছিলেন, আপনার বাবা-মা কে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন। ভেবে দেখবেন, পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দিতে পারেনি।
এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সালমান শাহর আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে তার আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহর।
সামিরাকে উদ্দেশ করে শাহরান বলেন, আমি সালমানের ভাই। সে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি আমার ফোন ধরেননি।
আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করবো না। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে, আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই কিন্তু সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো।
শাহরান আরও বলেন, আমি আজকে লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেটা আপনি ভালো করে জানেন। আমি বলবো, আপনার কর্মের জন্য আপনি মাফ চান। আল্লাহর কাছে মাফ চান।
ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান। লাইভে তিনি জানান, অভিনয় গুণ না থাকায় সালমান শাহর বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক। আর এ ফারুকই সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। এরপর হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনকেই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে বলেন নায়কের ভাই।
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।