ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

চীন
  © ফাইল ছবি

তিব্বত, ভারত ও বাংলাদেশ হয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীন গত বছরের ডিসেম্বর মাসে প্রকল্পটির অনুমোদন দেয়। নদীটি তিব্বতে ‘ইয়ারলুং স্যাংপো’ নামে পরিচিত। ভারতে ও বাংলাদেশে ‘ব্রহ্মপুত্র’ নামে বহমান। চীনের দাবি, এ প্রকল্প তাদের জিরো কার্বন লক্ষ্যমাত্রা অর্জন এবং তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদাও মেটানো হবে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এর ফলে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা নদীর নিম্নপ্রবাহে বসবাস করেন, তাদের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।


সিনহুয়া জানায়, এই প্রকল্পের আওতায় পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে এবং এতে আনুমানিক ব্যয় হবে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।

ভারত জানুয়ারিতে জানায় যে, তারা তিব্বতের এই প্রকল্প নিয়ে উদ্বেগের কথা চীনকে জানিয়েছে।   

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর উজানে কোনো কার্যকলাপের মাধ্যমে নিম্নপ্রবাহের রাষ্ট্রগুলোর স্বার্থ ক্ষুণ্ন না হয়।

ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, এই প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাব নিম্নপ্রবাহে পড়বে না। 

এছাড়া পরিবেশবিদরা সতর্ক করেছেন যে, পরিবেশগতভাবে সংবেদনশীল তিব্বত মালভূমিতে এ ধরনের মেগা প্রকল্পগুলোর অপূরণীয় প্রভাব পড়তে পারে।


মন্তব্য