পাকিস্তানের ভিসা নিয়ে নতুন খবর
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১০:১৩ PM

পাকিস্তানের সঙ্গে অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের এখন সময় অনেক ভাল। বিশেষ করে বিগত শেখ হাসিনার সময়ে দেশটির সাথে বাংলাদেশের সর্ম্পক একেবারে তলানীতে পৌঁছেছিল। গত বছর ৫ আগষ্টের পর সেই সর্ম্পকে এখন উঞ্চতা পেয়েছে। এবার দেশটির সাথে ভিসা নিয়ে সুখবর জানালেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন,
বাংলাদেশে ও পাকিস্তানের মধ্যে অন অ্যারাইভাল ভিসা (বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা) নিয়ে কাজ চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভির সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
উপদেষ্টা জানান, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণকাজ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে।’ এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস দমনের মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। সেখানে আমরা ব্যর্থ হলে তা পাকিস্তানসহ সবার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সে জন্য আমরা সবার সহযোগিতা চাই। এ ক্ষেত্রে বাংলাদেশ সন্ত্রাস দমনে পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।’
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।