গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্রের প্রতিবেশি দেশ
- আর্ন্তজাতিক ডেস্ক
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০১:২০ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০১:২৮ PM

গত তিন মাসের অধিক সময় ধরে ক্ষুধার্থ ফিলিস্তিনিরা। এ সময় গাজায় ত্রাণ প্রবেশ করতে দেয়নি দখলদার ইসরায়েল। ফলে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এরই মধ্যে ক্ষুধায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন। এমতাবস্থায় ফিলিস্তিনের গাজায় আকাশ থেকে ১০ টনেরও বেশি মানবিক সহায়তা ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশি দেশ কানাডা। উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়ে কানাডা সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছে বলেও জানায় দেশটির সরকার।
সোমবার (৪ আগস্ট) কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এ জন্য একটি ‘CC-130J’ হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানায়, সোমবার কমপক্ষে পাঁচটি দেশ বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলেছে। এ দিন সব মিলিয়ে খাদ্য সরবরাহের পরিমাণ প্রায় ১২০ টন।
প্রসঙ্গত, গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)।
ডিএফএটি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুসারে, গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়—এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে। তিনি বলেন, গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহার অবশ্যই বন্ধ হওয়া উচিত।