গাজা যুদ্ধবিরতি সম্মেলনে থাকছে কারা?
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৬ AM

মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা যুদ্ধবিরতি সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
মিশরের সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে, নিচের দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা মন্ত্রীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন—
মধ্যপ্রাচ্য: বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, তুরkiye, সংযুক্ত আরব আমিরাত।
ইউরোপ: আর্মেনিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।
এশিয়া: আজারবাইজান, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আরব লীগের মহাসচিব এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টও সম্মেলনে অংশ নেবেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার জানিয়েছেন, তিনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি বলেন, তেহরান এখনো “গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে যেকোনো উদ্যোগকে সমর্থন করে।”
এদিকে বন্দি বিনিময়ের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাঁরা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেতে যাওয়া ১,৯০০-র বেশি ফিলিস্তিনি বন্দির নামের তালিকা প্রকাশ করেছে তারা।
বন্দি বিনিময় কার্যক্রম আন্তর্জাতিক রেড ক্রস তদারকি করবে বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে ইসরায়েলের ওফের কারাগারে বেশ কয়েকটি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে, যেগুলো বন্দিদের গাজা উপত্যকা বা অধিকৃত পশ্চিম তীরে ফিরিয়ে নিয়ে যাবে।