গাজায় ত্রাণ প্রবেশ বিলম্বিত করছে ইসরায়েলি বাহিনী
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ PM
-11443.jpg)
গাজার স্থানীয় সময় সকাল ৮টার পর পর্যন্ত কিসুফিম সীমান্ত পয়েন্ট দিয়ে কোনো সহায়তাবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। আজ এই রুটটি খোলার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর অনুমতির অভাবে ট্রাকগুলো সীমান্তেই আটকে আছে।
দু’ঘণ্টারও বেশি সময় ধরে ডজনখানেক ট্রাক সীমান্তে অপেক্ষা করছে প্রবেশের অনুমতির জন্য। এসব ট্রাকের চালকরা জানান, তারা খাদ্য, ওষুধ, জ্বালানি ও আশ্রয়ের উপকরণসহ মানবিক সহায়তা নিয়ে গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছেন।
আজ দক্ষিণাঞ্চলে পাঁচটি এবং উত্তরাঞ্চলে অন্তত দুটি সীমান্তপথ খোলার কথা ছিল। প্রায় ৬০০টি ট্রাক আজকের মধ্যে প্রবেশের অনুমতি পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রাক পাড়ি দিতে পারেনি।
কিছু চালক জানিয়েছেন, তারা গতকালও সারাদিন অপেক্ষা করেছেন কিন্তু অনুমতি পাননি, ফলে পূর্ণ ট্রাক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
এই পরিস্থিতি দেখায় বিলম্ব ও বিধিনিষেধ কতটা ব্যাপক আকারে চলছে। ট্রাক পরিদর্শনের প্রক্রিয়া অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা, এমনকি পুরো দিনও লেগে যায়—ফলে জরুরি সহায়তা সীমান্তেই আটকে থাকে।
সূত্র: আল জাজিরা