নিউইয়র্ক সিটির জমজমাট নির্বাচনী প্রচারণা

নিউইয়র্ক
  © সংগৃহীত

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠেছে, এবারের নির্বাচনে অন্যান্য বছরের তুলনায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণও দৃশ্যমানভাবে বেড়েছে। প্রবাসী ভোটার, ব্যবসায়ী ও তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন প্রার্থীদের প্রচারণায়।

স্থানীয় সময় ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে জ্যাকসন হাইটসে নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেন প্রাক্তন গভর্নর ও মেয়র প্রার্থী এন্ড্রু কুমো। বহুজাতিক এই এলাকায় তিনি স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এবং মূলধারার সংবাদমাধ্যমসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস মিটে অংশ নেন।

প্রেস মিটে কুমো বলেন, নিউইয়র্কাররা কখনোই কোনো ধর্মের বিপক্ষে নয়, নিয়ইয়র্কারদের কাছে সকল ধর্মই সমান শ্রদ্ধার।তিনি বলেন, নিউইয়র্ক এমন একটি শহর যেখানে প্রতিটি কমিউনিটির অবদান অমূল্য। আমি চাই এমন এক প্রশাসন গড়ে তুলতে, যা সত্যিকারের ইনক্লুসিভ, যেখানে অভিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী, এবং পরিশ্রমী মানুষরা নিরাপদ ও মর্যাদার জীবন পাবেন। কুমো আরও বলেন, সাশ্রয়ী আবাসন এবং জননিরাপত্তা আমার প্রচারণার দুই প্রধান অগ্রাধিকার।

বক্তব্যের এক পর্যায়ে তিনি জোহরান মামদানীর সমালোচনা করে বলেন, নিউইয়র্কবাসী চায় বাস্তব সমাধান, শুধু স্লোগান নয়। কিছু রাজনীতিক আছেন যারা বক্তৃতায় দক্ষ, কিন্তু ফল দিতে পারেন না। আমি কাজ দিয়ে দেখাতে চাই কথা নয়, কাজই আসল।এরপর মামদানীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি নয়, আমার কাছে মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, ইহুদি সবাই সমান।নিউইয়র্ক সিটির শক্তি হলো এর ঐক্য, বিভাজন নয়।তার এই মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেন, নির্বাচনী শেষ পর্যায়ে এসে কুমো সরাসরি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে মন্তব্য করে প্রচারণায় গতি আনতে চাইছেন।


মন্তব্য