সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হ্যাঁ বনাম না
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ PM
 
                                  জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের দাবিকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি ঘোষণা দিয়েছে, তারা জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে; অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোটের দাবি জানাচ্ছে।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে “হ্যাঁ–না” ক্যাম্পেইন।
যারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান তারা “হ্যাঁ” পোস্ট শেয়ার করছেন।
যারা নির্বাচনের দিন বা পরে গণভোট চান তারা “না” পোস্ট শেয়ার করছেন।
বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গণভোটের বিষয়বস্তু:
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যালেটে লেখা থাকবে:“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এর তফসিল-১ এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি সম্মতি জানাচ্ছেন?”
ভোটাররা “হ্যাঁ” বা “না” ভোটের মাধ্যমে সম্মতি জানাবেন।
কমিশন বলেছে, সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে ২৭০ দিন, যদি এই সময়ে দায়িত্ব শেষ না হয়, তাহলে গণভোটে পাশ হওয়া বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
 
 
                     
                     
 
              