শেষ হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা

এনসিপি
  © ফাইল ছবি

দীর্ঘ এক মাস ধরে নানা প্রতিকূলতা, রোদ, বৃষ্টি ও ঝড় পেরিয়ে সাভারের বাইপালে পথসভা আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে পৌঁছাবেন। সেখানে ঢাকা মহানগর এনসিপির নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য খান মুহাম্মদ মুরসালীন রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২৯ জুন এক সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, জুলাই মাসজুড়ে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির লক্ষ্য ছিল জুলাইয়ের গণ-আন্দোলনের অংশ নেওয়া মানুষের অভিজ্ঞতা ও মতামত শোনা। এ ধারাবাহিক কার্যক্রমের নাম দেওয়া হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

সেই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে স্মরণ করে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।"

১ জুলাই রংপুর বিভাগ থেকে যাত্রা শুরু করে এনসিপির জুলাই পদযাত্রা পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ ঘুরে এখন শেষ পর্যায়ে পৌঁছেছে ঢাকা বিভাগে।

পুরো কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। পাশাপাশি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এই পদযাত্রায়।


মন্তব্য