ক্ষমতার লোভ নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে: ইমাম হায়াত
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০১:৪২ PM

বিরোধী দল দমনের নামে মব কার্যক্রম দেশে ক্ষমতার লোভ নতুন স্বৈরাচার তৈরি করবে বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
গতকাল বুধবার দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, বিভিন্ন মতবাদে বিশ্বাসী বিশেষ করে মওদুদিবাদ, ওয়াবিবাদ ও বস্তুবাদী উগ্র জংগীবাদ গোষ্ঠী জাতীয়তাবাদীর আসন্ন বিজয়কে পরাজয়ের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এসব মতবাদ আজ শত শত মানুষকে হত্যা করেছে। অথচ ক্ষমতাসীন ও দায়িত্বহীন অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তিনি আরো বলেন, এই সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন সামাজিক নিরাপত্তা বিপন্ন ও জনজীবন সংকটগ্রস্ত হবে।
সেনাবাহিনীর নেতৃত্ব জনগণের জানমাল রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় যোগ্যতা ও দায়িত্বের পরিচয় দিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, আমরা চরম হতাশ। এক অন্ধকার থেকে মুক্ত হয়ে দেশ আরেক অন্ধকারে নিমজ্জিত হবার আশংকা দেখা দিয়েছে।
ইমাম হায়াত আরো বলেন, জীবন, দেশ, ধর্ম ও গণতন্ত্র রক্ষায় একমাত্র উপায় সব ধর্মের সব মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ইনসানিয়াত বিপ্লব কায়েম করা।