হাসিনা বললেন 'জাপা জিন্দা লাশ'
- বাংলাকন্ঠ ডেস্ক:
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৮ PM

যে জাতীয় পার্টিকে বগলে আগলে রেখে একটানা শেষ দশ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন শেখ হাসিনা, এবার সেই জাতীয় পার্টিকে টিস্যুর মত ছিটকে ফেলে দিলেন তিনি। একদিকে সরকারে রেখে আবার একই সংসদে নজিরবিহীন ভাবে গৃহপালিত বিরোধী দল বানিয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনা জাতীয় পার্টিকে 'জিন্দা লাশ' বলে আখ্যায়িত করে যেন সেই ঐতিহাসিক কথাটিরই প্রমান করলেন 'রাজনীতিতে শেষ বলে কিছু নেই।'
সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায়।
ফোনালাপে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এসব কথা বলেন।
নানককে উদ্দেশ্য করে ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল।
জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।
নানক মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।
অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।