সারজিসের হুঙ্কার

সারজিস
  © ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের কঠোর হুঙ্কার দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এই হুঙ্কার দেন তিনি।

পোস্টে দৈনিক যুগান্তরের “হঠাৎ কেন আওয়ামী দোসরদের পাসপোর্ট ইস্যুতে নমনীয় সরকার” শিরোনামের এক প্রতিবেদনের কিছু অংশ শেয়ার করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্যাসিস্টের দোসর’ হিসাবে চিহ্নিত বেশ কয়েকজন আমলা, বিচারপতি, সেনা কর্মকর্তা এবং এদের অনেকের স্ত্রীর পাসপোর্ট দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে। সম্প্রতি তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন জুলাই হত্যা মামলার আসামি। কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে। এছাড়া একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনওসি পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের বেশ কয়েকজন দ্রুত পাসপোর্ট হাতে পেয়েছেন। ইতোমধ্যে এদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর তিনি হুঙ্কার দিয়ে লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট সকলকে স্পষ্ট করে বলতে চাই- অর্থ, ক্ষমতা কিংবা বিভিন্ন প্ররোচনায় প্রভাবিত হয়ে যদি আপনারা সফট আওয়ামীলীগার অথবা তাদের আশ্রয়দাতা হয়ে ওঠেন তাহলে আপনারাও নিস্তার পাবেন না। 

তিনি আরও বলেন, খু'নিরা ফিরে আসলে সবার আগে বিপ্লবীদের আক্রমণ করবে। খুনিদের হাতে বিপ্লবী আক্রান্ত হওয়ার আগে বিপ্লবীরা আপনাদের শেষ দেখে ছাড়বে। সাবধান।


মন্তব্য