ফজলুর প্রলাপে ক্ষুব্ধ বিএনপি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ PM

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বিরোধী দলকে গালি দেওয়া, আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা কিংবা আন্দোলনকে ‘কালো শক্তি’ আখ্যা দেওয়াসহ নানা বক্তব্যে বিব্রত অবস্থায় পড়েছে বিএনপি।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি জামায়াতে ইসলামীকে ‘কালো শক্তি’ এবং তাদের সহযোগীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন। একইসঙ্গে দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য জামায়াত-শিবিরের ষড়যন্ত্র দায়ী। এ মন্তব্যের কারণে বিএনপি তাকে শোকজ করে এবং সন্তোষজনক উত্তর না পাওয়ায় তার সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
কিছুদিন নীরব থাকলেও সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন ফজলুর রহমান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তো দল করলে বিএনপির চেয়েও বড় দল হবে।”
তিনি আরও বলেন, এ দেশে মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন দল হওয়া উচিৎ।” ফজলুর রহমান দাবি করেন, আওয়ামী লীগ দেশের সর্বনাশ করেছে, তারা আর ফিরবে না। তবে তিনি নতুন দল করলে তা আওয়ামী লীগের নামে নয়, অন্য নামে হবে।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী পোস্টটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন।