আমিরাতে আটক ২৫ বাংলাদেশীর মুক্তিতে এনসিপির ৫ দফা দাবি

এনসিপি
  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভ করায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্তির দাবিতে ৫ দফা দাবি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। এ লক্ষ্যে দেশটির আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও দুবাইয়ে কনসাল জেনারেলের সাথে বৈঠক করে এসব দাবি জানান। 

গতকাল মঙ্গলবার (১১ আগষ্ট) ও আজ বুধবার (১২ আগষ্ট) এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর (অপারেশন) তারিক আদনান মুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে পৃথক বৈঠক করেন। 

এসসিপির মধ্যপ্রাচ্য প্রতিনিধির সহায়তায় দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে আটক প্রবাসী বাংলাদেশীদের মুক্তির দাবিতে  দাবিগুলো তুলে ধরেন। লিখিত দাবিতে এনসিপি নেতৃবৃন্দ অবিলম্বে সব অভিযোগ প্রত্যাহার এবং একটি কার্যকর কনস্যুলার যোগাযোগ চ্যানেল স্থাপন, দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আটক ২৫ জনকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে হয়রানি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

একই সঙ্গে যেসব কর্মকর্তার বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে দুবাই পুলিশের কাছে অভিযোগ দাখিলের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ, ইউএই সরকারের কাছ থেকে দ্রুত চার্জশিট সংগ্রহ করে কনস্যুলার কমিউনিকেশন চ্যানেল স্থাপন, শুধুমাত্র জুলাই আন্দোলনের কারণে অভিযুক্তদের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সহায়তায় সবাইকে মুক্ত করা এবং সব অভিযোগ প্রত্যাহার করতে ইউএই সরকারের সাথে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহবান জানান।

এ ব্যাপারে ভূমিকা রাখতে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। 


মন্তব্য