আরআরএফ'র নতুন সভাপতি ফয়েজ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ 

হজ্ব-ওমরা
  © সংগৃহীত

হজ্ব-ওমরা ও ধর্মীয় বীট নিয়ে কাজ করা সাংবাদিকদের জাতীয় সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে সংগঠনের এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এর আগে গত দুই বছরের আর্থিক প্রতিবেদন ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশের পর তা নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। পরে সদস্যরা উভয় রিপোর্ট পাশ করেন।

ওয়ার্কিং সেশনে সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। এতে ফয়েজ উল্লাহ ভুঁইয়াকে সভাপতি এবং খালিদ সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদে জাগোনিউজের মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে আমার দেশ'র সিনিয়র রিপোর্টার রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল আই এর রিপোর্টার আকতার হাবিব, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল, মানবজমিনের আহমেদ জামাল, নিউনেশনের বিজনেস এডিটর কামরুজ্জামান বাবলু, অবজারভারের মহসিনুল করিম লেবু ও দৈনিক সংগ্রামের মিয়া হোসেন নির্বাচিত হয়েছেন।


মন্তব্য