চট্টগ্রামে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালতের অভিযান
- বাংলাকন্ঠ ডেস্ক:
- প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩০ PM

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় অফিস।
বরিবার (২০ জুলাই) বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এরমধ্যে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত ১১, ১২, ১৩ নগরীর বিভিন্ন স্থানে পৃথক-পৃথক অভিযানে ১৭টি মামলায় ছাব্বিশ হাজার জরিমানা আদায় করা হয়। এ সময় ইকোনোমিক লাইফ টাইম উত্তীর্ণ হওয়ায় ১টি মিনিবাস জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত সমূহের কার্যক্রম পরিদর্শন করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, ফাহমিদা মুস্তফা এবং মিকি মারমা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।