পুরুষ সঙ্গীসহ হোটেল থেকে মাহিয়া মাহি আটক

মাহি
  © ফাইল ছবি

বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহি বরিশালের একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ আটক হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে পোর্ট রোডের ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করছিলেন টিকটকার মাহিয়া মাহি ও এক পুরুষ। তবে তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশ আরও জানায়, কক্ষে মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গী ছাড়াও আরও একজন তরুণী ছিলেন, তাকেও আটক করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় নেওয়া হয়েছে। যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে, তাই তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে, মাহিয়া মাহি ও তার সঙ্গীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বাকবিতণ্ডায় জড়ান।


মন্তব্য