ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।
বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে তিনি বলেন, ‘এবার ঈদে মানুষ যাতে স্বাচ্ছন্দে বাড়ি পৌঁছাতে পারে সে জন্য পুলিশের সকল রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারের ঈদ যাত্রা ঢাকা থেকে যাতে ঘর মুখ মানুষ যাত্রা নিরাপদে হয় ও আনন্দদায়ক হয় তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই মহাসড়কে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ড্রোন ব্যবহার করে কাজ করা হবে। খোলা গাড়িতে কোন যাত্রী উঠতে পারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।’
মহাসড়কের যাতে চাঁদাবাজি না করতে পারে তার জন্য সাদা পোশাকে ও পোশাকে বিভিন্ন পুলিশ কাজ করছে। তিনি আরো বলেন, মহাসড়কে লক্করঝক্কর ও ফিটনেস বিহীন গাড়ি চললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ডি আই জি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
এআর-০৪/০৪/২৪
Share your comment :